মঙ্গলবার(১৯ জানুয়ারি)‘বই পড়া আন্দোলন বাংলাদেশ’ কর্তৃক নরসিংদী প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণির পেশার প্রায় তিনশতাধিক লোক অংশগ্রহণ করে।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন বই পড়া আন্দোলন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা-সভাপতি ড. মো. মোয়াজ্জেম হোসেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফরিদ উদ্দিন মুরাদ, জাতীয় মহিলা সংস্থা নরসিংদীর সভাপতি তাহমিনা আক্তার লাইলি, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এর সহকারী অধ্যাপক ড. এ এম আজমল মোর্শেদ, নরসিংদী প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ আহমাদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা লস্কর আলী মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. আরমান, বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, জাগরণী পাঠাগারের প্রতিষ্ঠাতা ডা. অছিউদ্দিন আহম্মদ, চেতনা বিকাশ রহিমা হক মহিলা কলেজের অধ্যক্ষ ড. শফিউল আজম কাঞ্চন, ডা. নাজমুল আলম ভূইয়া কাউছার, বেলাব সরকারি হোসেন আলী কলেজের প্রভাষক শফিকুল ইসলাম বকুল, কবি রহিমা মফিজ।
তাছাড়া উপস্থিত ছিলেন ইউনাইটেড কলেজের অধ্যক্ষ হাসিবুর রহমান অনিক, নরসিংদী প্রেসিডেন্সি কলেজের চিপ কো-অর্ডিনেটর. শাহাদাত হুসাইন, কো-অর্ডিনেটর এনামুল হক, মোস্তাফিজুর রহমান, সৈদয় মাহবুব তামিম,
প্রভাষক জামাল উল্লাহ, আসাদুজ্জামান, হেদায়েত উল্লাহ, মো. মহসিন, বলাই চাঁদ বর্মন, সাদ্দাম হোসেন, আব্দুল হামিদ রাজু, মু. জসিম উদ্দিন, জয়নগর ডিগ্রী কলেজের লাইব্রেরিয়ান মো. মজিবুর রহমান, মনোহরদী আঃআজিজ ছাত্র কল্যান ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান এস আর মাহফুজ, সমাজ সেবক আব্দুল হালিম, কবি নুরুল ইসলাম, প্রভাষক আব্দুস ছাত্তার, আব্দুল্লাহ আল মামুন, ব্রাহ্মন্দী কেকেএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. সাইফুল ইসলাম, প্রভাষক হোসনি মোবারক, সংগঠক ও ব্যবসায়ী রোকসানা আক্তার, নরসিংদী আদর্শ একাডেমির ভাইস প্রিন্সিপাল তাওহিদ তারেক সহ নরসিংদী জেলার গণ্য মান্য ব্যক্তিবর্গ!
এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী জেলার শতাধিক বই প্রেমী তরুণ তরুণী।
বক্তব্যে ড.মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন, বই পড়লে আমরা আলোকিত মানুষ হবো। প্রকৃত জ্ঞান অর্জনের জন্য বই পড়ার বিকল্প নেই। এছাড়াও বই পড়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি ।
এছাড়া বীরমুক্তিযোদ্ধা লস্কর আলি মিয়া বলেন।
বই মোদের পরম বন্ধু! সরকার কে “বই পড়া আন্দোলন বাংলাদেশ” কে সার্বিকভাবে সহযোগিতার আহ্বান জানান।
সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাস্ক পরে হাতে হাতে বই, প্লে-কার্ড,ব্যানার,ফেস্টুন নিয়ে বই প্রেমীদের মানববন্ধনের দাবি সমূহ ছিলো-
√সামাজিক অনুষ্ঠানে উপহার হিসেবে বই দেওয়ার প্রচলন করা।
√ শৈশব থেকেই পাঠ্যবইয়ের পাশাপাশি ভালো বই পড়া।
√সকল রাজনৈতিক সংগঠন ও অঙ্গ সংগঠন এর কার্যালয়ে বই রাখা।
√চা স্টলে, সুপার স্টোরে বই রাখা সহ
বই সংক্রান্ত সবমোট ২১ দফা দাবি উত্থাপন করা হয়।