রায়পুরায় উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির অষ্টম বর্ষপূর্তি অনুষ্ঠান আজ উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এশিয়ান টিভির রায়পুরা প্রতিনিধি মেহেদী হাসান রিপনের আয়োজনে বর্ষপূতি অনুষ্ঠান উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যৌথ ভাবে কেক কাটেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাদেক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন মোল্লা, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোঃ আসাদুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত মোঃ নজরুল ইসলাম, আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন খান, অলিপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল আমিন ভূইয়া মাসুদ, মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির সরকার, নিলক্ষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল হক, চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাসানুজ্জামান সরকার, উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ খোরশেদ আলম, সাধারন সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, হাসনাবাদ হাইলাইট একাডেমীর প্রতিষ্ঠাতা মোঃ আবদুল্লাহ আল মামুন এবং স্থানীয় ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অনেকে।