শনিবার ৯ জানুয়ারি নরসিংদীর বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের হাবিশপুর মাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন (এমপি)
তিনি বলেন দেশ এখন উন্নয়নের দিকে ধাবিত তাই সবাইকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শমসের জামান ভূঁইয়া (রিটন),উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, পুরুষ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান ভূঁইয়া নরসিংদী জেলা
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য ও বাজনাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মেরাজুল ইসলাম ভূঁইয়া মাসুম।
পাটুলি ইউপি আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহীদুল্লাহ,বেলাব থানা অফিসার ইনচার্জ শাফায়েত হোসেন পলাশ।