নরসিংদীর বেলাবতে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিপাদ্য ছিল পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন।
আজ শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে বেলাব থানা পুলিশের আয়োজনে উপজেলার চর উজিলাব ইউনিয়নের বারৈচা বাসস্ট্যান্ডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভাপতি ছিলেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শমসের জামান ভূইয়া ( রিটন), সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বেলাব উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা,
জেলা পরিষদের সদস্য মিরাজ মাহমুদ মেরাজ, চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলি সাফি, চর উজিলাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু কাশেম আলকাছ,সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলবুল, নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার,
বিশিষ্ট ব্যবসায়ী জায়েদুল হক কামরুল , ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুব লীগের কার্যনির্বাহী সদস্য খোকন মাহমুদ নির্ঝর ,বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব উপজেলার সভাপতি রাবেয়া খাতুন শান্তি, বেলাব প্রেসক্লাবের সভাপতি শেখ আঃ জলিল , সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম হানিফ , সাবেক সভাপতি মোশারফ হোসেন।
চর উজিলাব ইউনিয়নের বিট পুলিশের এস আই মোঃ ওয়েদুল্লা সজিব,এস আই ফরিদ, বারৈচা বাজার কমিটির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, বারৈচা বাজার (বণিক) সমিতির সভাপতি মশিউর জামান (মশি), সহ মুক্তিযোদ্ধা,স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নরসিংদী জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, প্রতিটি ইউনিয়নের গ্রাম পর্যায়ে বিট পুলিশিং অফিস চালু করা হয়েছে। পুলিশি সেবাকে জনগণের দোড়গোড়ায় নিয়ে যেতে আমাদের এ কার্যক্রম। বিট পুলিশিংয়ের মাধ্যমে অপরাধ কমিয়ে আনতে জনগণের সঙ্গে পুলিশের নিবিড় সম্পর্ক তৈরি হবে। এতে মাদকসহ সব ধরনের সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’