নরসিংদী সদরের করিমপুর গ্রাম থেকে ২০১৬ সালে (এস এস সি) পাশ করে একদল কিশোর। মাধ্যমিক পাশ করে বিভিন্ন কলেজে ভর্তি হয় অনেকেই।পড়াশোনা শেষে কর্মজীবনে প্রবেশ করে অনেকেই । অথচ সবার মন বাধা একই রশিতে! প্রবল ইচ্ছা গোপনে মানুষের সেবা করা!!
সম্প্রতি বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুভাবে বিপর্যত গোটা বাংলাদেশ এই
ক্লান্তিলগ্নে মানুষের পাশে দাড়ানোর প্রয়াসে তারা প্রথমে ত্রান বিতরন করেন। এই শীতে সবার ইচ্ছা কম্বল বিতর করবে।সবাই মিলে এক সিদ্ধান্ত উপনিত হয়ে প্রবাসি শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ১০-১৫ জনের প্রচেষ্টা অদ্য (৭ জানুয়ারি) বিনামূল্যে ছিন্নমূল মানুষেদের মাঝে কম্বল বিতরন করেন।
সবার সামার্থ্যর সর্বচ্চোটা দিয়ে করিমপুর গ্রামের দরিদ্রদের মাঝে কম্বল বিতরন করেন তারা।
তাদের কয়েক জনের সাথে আলাদা আলদা ভাবে কথা বলে জানা যায় তারা সব সময় এলাকার মানুষের পাশে আছে এবং থাকবে।