নরসিংদীর রায়পুরা পৌর এলাকায় সম্প্রতি বেড়েছে চুরি সহ বিভিন্ন অপরাধের ঘটনা। বিশেষ করে পৌর এলাকার ৯নং ওয়ার্ড তুলাতলী গ্রামে ঘটছে এসব ঘটনা। শুধু তুলাতলী এলাকাতেই গত ২০/২৫দিনের ব্যবধানে ৫-৬ টি চুরির ঘটনায় লাখ লাখ টাকা খোয়া গেছে।
উল্ল্যেখযোগ্য ঘটনাগুলো হলো: তুলাতলী বাজারে আরিফ খানের টিভি ফ্রিজের শো-রুমে চুরি, স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিমপ্রান্তে তুলাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে নজরুল ইসলাম নজুর মুদির দোকানে চুরি, ওবায়দুলের মুদির দোকানে চুরি, কাজী হারুনের বাড়ীতে চুরি ও গতকাল মঙ্গলবার রাতে মো. শফিকুল ইসলামের বসতঘরের সামনের স্টীলের দরজায় তালা ভাঙ্গার চেষ্টা করা হয়!
সম্প্রতি অপরাধ বৃদ্ধির কারন হিসেবে এলাকাবাসী স্থানীয় প্রশাসনের নিরব ভূমিকাকে দায়ী করেন। এমতবস্থায় সংশ্লিষ্ট প্রশাসনের নিকট আইনশৃঙ্খলার অবনতি রোধ করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান এলাকাবাসী।