নরসিংদী শহরের গেঞ্জি পট্টিতে আয়েশা প্লাজা তে ১০টি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।
লেপের দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানায় লেপের দোকানটিতে বিকেলে মশার কয়েল ধরিয়েছিল। ৫.৩০ দিকে সেই কয়েলের আগুন দোকানটিতে ছড়িয়ে রাখা লেপের তুলায় লেগে যায়। পরে ওই আগুন পুরো দোকানটিতে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে এই আগুন পার্শ্ববর্তী ১০টি কাপড়ের দোকানে ছড়িয়ে যায়। দ্রুত কাপড়ের দোকানগুলো থেকে অধিকাংশ মালামাল সরিয়ে নেওয়া হলেও লেপের দোকানটি পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনাস্থলে লোকজন আগুন নেভানোর চেষ্টা করে করছে।পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। নরসিংদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা চেষ্টার পর ওই আগুন নিয়ন্ত্রণে আনে।
নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, লেপের দোকানটিতে ধরানো মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত। ঘটনাস্থলে পৌঁছার পর প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত শেষে বলা যাবে।