পলাশ উপজেলার তালতলি নামা বাজার Rose academy এর দ্বিতীয় বছর পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে কুতুব উদ্দিন স্যারেরর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ থানা সেন্ট্রাল কলেজের আবুল বাশার সালেহ রনি স্যার। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন মেজবাহ উদ্দীন ভুইয়া স্যার। তিনি শিক্ষার গুরুত্ব ও অভিভাবকদের ভুমিকা সম্পর্কে আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রভাষক রফিকুল ইসলাম স্বপন,প্রভাষক রুহুল আমিন অপু,আইনজীবি লোকমান হোসেন,ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম ইফতি,আনিছ সরকার (সমাজ সেবক),নাজমুল হাসান সিমান্ত,মোঃ ইউসুফ মিয়া,
জোবায়ের আহমেদ শাকিল(DU),পাপিয়া আক্তার (DU),সাজ্জাদ হোসেন প্রমুখ।
ফরহাদ মিয়া প্রতিষ্ঠিত -ROSE ACADEMY সমাজে শিক্ষা বিস্তারে সহযোগিতা রাখবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন। শিক্ষার্থীরা যাতে এখন থেকেই শিক্ষার মূল বেসিকটা গড়ে তুলতে পারে পাশাপাশি ভার্সিটি লেভেলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রিপারেশন এবং পরবর্তী জীবনে ভালো একটা ভার্সিটিতে চান্স পাওয়ার অনুপ্রেরণায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোই হচ্ছে ROSE ACADEMY এর মূল লক্ষ।