বাংলাদেশ একটি স্বাধীন ভুমি। ৭১ সালের ১৬ ই ডিসেম্বর বাংলাদেশ লাল সবুজের স্বাধীন পতাকা অর্জন করে। পাক হানাদার বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে আমার বাংলাদেশীয় জনগণ ঘটা করে পালন করছি ১৬ ডিসেম্বরকে বিজয় দিবস হিসাবে। এই রক্তস্নাত বিজয় দিবস আমাদের প্রেরণা যোগায় গণতন্ত্রের; উন্মেষ ঘটায় স্বাধীনতার।
বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জর্জ কোটের আইনজীবী, মহিলা আইনজীবী পরিষদের সভাপতি ও মানবাধিকার কর্মী এডভোকেট শিরিনা আক্তার শেলি। যুব অধিকার পরিষদ নরসিংদী জেলার আহ্বায়ক মাসুদুল ইসলাম রানা, সদস্য সচিব আওলাদ হোসেন জনি। ছাত্র অধিকার পরিষদ নরসিংদী জেলার সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক এরশাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াছ খান বিলালসহ ছাত্র অধিকার পরিষদ নরসিংদী জেলা কমিটি নেতৃবৃন্দসহ সকল উপজেলার সদস্য ও সহযোদ্ধাগণ।
র্যালি শেষে তারা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে এবং সাধারণ জনগণকে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করেন।