ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন

আগের সংবাদ

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

পরের সংবাদ

মুক্তিযুদ্ধের বন্ধু শ্রীমতি ইন্দিরা গান্ধী স্মৃতি সম্মাননা-” পেলেন শফিউল আজম কাঞ্চন

মো. রাসেল আহমেদ, নরসিংদী সদর

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২০ , ২:৩৪ পূর্বাহ্ণ

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার শ্রীনিধী গ্রামের সন্তান ড. মোহাম্মদ শফিউল আজম কাঞ্চন। তিনি রায়পুরা উপজেলার রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজের অধ্যক্ষ।

শফিউল আজম কাঞ্চন শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য্য “মুক্তিযুদ্ধের বন্ধু শ্রীমতি ইন্দিরা গান্ধী স্মৃতি সম্মাননা-২০২০” এ ভূষিত হন।

১২ ডিসেম্বর ২০২০ তারিখে ‘বাংলাদেশ স্বপ্নকুঁড়ি ফাউন্ডেশন’ তাঁকে এ সম্মাননা প্রদান করেন।

বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সম্মেলন কক্ষে স্বপ্নকুঁড়ি ফাউন্ডেশন মনোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অথিতি তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।

শফিউল আজম কাঞ্চন বলেন, এ সম্মাননা আমার কাজের আগ্রহকে আরো বাড়িয়ে দিবে। কাজের স্বীকৃতি প্রদানের মাধ্যমে সেই কাজের প্রতি দায়িত্ববোধ আরো বাড়িয়ে তুলে। তিনি স্বপ্নকুঁড়ি ফাউন্ডেশন ও সম্মাননা প্রদানে যারা তাঁকে মনোনীত করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।