বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল নরসিংদী প্রেসিডেন্সি কলেজের ১ যুগ পূর্তি উৎসব ও ড. এমএইচ ফাউন্ডেশন এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।
১০ ডিসেম্বর বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫ গুণীকে সম্মাননা প্রদান করা হয়।
এ্যাওয়ার্ড প্রাপ্ত গুণীজনেরা হলেন: ★সাহিত্যে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট লেখক মুহাম্মদ হাবিবুল্লা পাঠান,
★শিক্ষায় বিশেষ অবদানের জন্য নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া,
★প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য আইসিটি বিষয়ক লেখক ও গবেষক মাহবুবুর রহমান
★আলোকচিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট আলোকচিত্রী সুবিমল দাস স্বপন
★ সাহিত্যে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট লেখক সৈয়দা নাজমুননাহারকে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী। সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. মো. মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফরিদ উদ্দিন মুরাদ, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের এ্যাসিসটেন্ট প্রফেসর ড.এ.এম আজমল মোর্শেদ, হাবিবুল্লা পাঠানের সুযোগ্য কন্যা ও এনকেএম হাই স্কুল এন্ড হোমস’র কোর্স কো-অর্ডিনেটর ফেরদৌসি পাঠান সুরভী, ডিএমপি’র সাবেক পুলিশ কমিশনার হোসনে আরা ও সজন সমাবেশ নরসিংদীর সভাপতি আসাদুজ্জামান খোকন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা গুণীজন সংবর্ধনা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং নরসিংদী প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠার এক যুগ পূর্তিতে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।