২৭ নভেম্বর বিকেলে বাংলাদেশ’ ছাত্র অধিকার পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ নরসিংদী জেলার শাখার ৫১ সদস্য বিশিষ্ট প্রস্তাবিত কমিটি গঠন করেছে নরসিংদী জেলা শাখা।
নরসিংদী জেলা জজ কোটের ওকিল জনাব শারমিন আক্তারের বাসায় একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি ঘোষিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক নাদিম হোসেন, সাইফুল্লাহ হায়দার এবং ইয়াসিন আরাফাত।
ছাত্র অধিকার পরিষদের নরসিংদী জেলার সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক এরশাদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক ইমতিয়াছ খানঁ বিলাল সহ নরসিংদী জেলা ছাত্র অধিকার পরিষদের কমিটির সকল সদস্য সহ তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত সভায় জনাব মাসুদুল ইসলাম রানাকে আহৃবায়ক এবং আওলাদ হোসেন জনিকে সদস্য সচিব দিয়ে ৫১ সদস্য বিশিষ্ট একটি প্রস্তাব আনা হয়।
আজকে জুমার নামাজের পরে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় প্রস্তাবিত আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক হাঃ আইয়ুব ইকবালের কুরআন তেলাওয়াতের মাধ্যমে।
সভা সঞ্চালনায় ছিলেন নরসিংদী জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ্দাম হোসেন।
সভার সার্বিক তত্বাবধানে ছিলেন বাংলাদেশ ছাত্র যুব ও শ্রমিক অধিকার পরিষদ নরসিংদী জেলা।
সার্বিক সহযোগিতায় ছিলেন নরসিংদী জেলা জজ কোর্টের আইনজীবী শিরিন আক্তার।