দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা-মাস্ক বিতরণে নরসিংদী জেলা পুলিশ

আগের সংবাদ

নরসিংদীর শিবপুরে কাভার্ডভ্যান-সিএনজি'র মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

পরের সংবাদ

৩ কেজি গাঁজা উদ্ধার

নরসিংদী জেলা প্রশাসনের মাদকবিরোধী ভ্রাম্যমান অভিযান-সাজা

মো. রাসেল আহমেদ, নরসিংদী সদর

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২০ , ১২:১৮ পূর্বাহ্ণ

২৩ নভেম্বর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনায় নরসিংদী জেলাধীন শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে বিভিন্ন আন্তঃজেলা পাবলিক বাসে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার এর নেতৃত্বে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

এ সময় কয়েকটি আন্তঃজেলা পাবলিক বাসে তল্লাশী করে ০৪(চার) জন ব্যক্তিকে আনুমানিক ০৩(তিন) কেজি গাঁজা বহনরত অবস্থায় পাওয়ায় তাদের সকলকেই ভ্রাম্যমান আদালতে ০৬(ছয়) মাসের কারাদন্ড এবং অর্থদন্ড প্রদান করা হয়।

টাস্কফোর্স অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা পুলিশ, নরসিংদী এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যগণ।

ভ্রাম্যমান আদালত টিম জানান,নরসিংদী জেলায় মাদকের ব্যবহার ও জেলাধীন মহাসড়ক ব্যবহার করে আন্তঃজেলা মাদক পরিবহন নিয়ন্ত্রনে জেলা প্রশাসনের টাস্কফোর্সসহ ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত আছে এবং থাকবে।

নকি