মানবতার সেবা করাই যাদের অঙ্গিকার!

আগের সংবাদ

শিবপুরে ডাকাতের হামলায় মুক্তিযোদ্ধাসহ আহত ৩

পরের সংবাদ

নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার করোনায় আক্রান্ত

সুজন বর্মণ

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২০ , ১০:৫৫ অপরাহ্ণ

করোনায় আক্রান্ত হয়েছেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম-বার, পিপিএম)।রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নুরুল ইসলাম।

সিভিল সার্জন জানান, জ্বরে আক্রান্ত হলে শনিবার নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এর নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ।পরে তার নমুনা পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। শনিবার রাতে প্রাপ্ত ফলাফলে তার করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপন কুমার সরকার বলেন,
পুলিশ সুপার স্যারের শারীরিকভাবে কোন জটিলতা না থাকলেও দ্রুত করোনামুক্ত হতে রবিবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি সুস্থতার জন্য নরসিংদী সবার কাছে দোয়া চেয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় শনিবার পরীক্ষার জন্য ২৪ জনের নমুনা পাঠানো হয়। এতে পুলিশ সুপারসহ মোট ৫ জন করোনা পজিটিভি শনাক্ত হয়। এরমধ্যে সদর উপজেলায় ২ জন, মনোহরদীতে ২ জন ও রায়পুরায় ১ জন।

এ নিয়ে জেলায় মোট করোনা পজিটিভ ২৫৩৯জন। এরমধ্যে সদর উপজেলায় মোট ১৪৭১ জন, শিবপুরে ২৬১ জন, পলাশে ২৯৪জন, মনোহরদীতে ১৮১ জন, বেলাবোতে ১৫০ জন, রায়পুরাতে ১৭৭ জন। আইসোলেশনমুক্ত ২৪২৭ জন। হাসপাতাল আইসোলেশনে আছেন ৯ জন ও হোম আইসোলেশন ৯৬ জন ৷ মোট মৃতের সংখ্যা ৪৫ জন।

রিমু