নরসিংদী মডেল থানা পুলিশের মাদক বিরোধি অভিযানের অংশ হিসেবে ১০অক্টোবর রাতে অভিযান চালিয়ে নরসিংদী’র বিভিন্ন এলাকা থেকে ৭ জন মাদক ব্যবসায়ী কে আটক করেছেন। তাদের কাছ থেকে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন ১। জুয়েল (৪২), পিতা- ফয়েজ আহম্মেদ, গ্রাম- দগরিয়া, থানা- নরসিংদী সদর, জেলা- নরসিংদী, ২। মোঃ আল আমিন খন্দকার (৩৫), পিতা- মোঃ হুমায়ুন খন্দকার, গ্রাম- ভাগদী, থানা- নরসিংদী সদর, জেলা- নরসিংদী, ৩। মোঃ জুয়েল ওরফে গলাকাটা জুয়েল (২৮), পিতা- মৃত- আঃ রাজ্জাক, গ্রাম- সাটিরপাড়া (বকুল তলা), থানা- নরসিংদী সদর, জেলা-নরসিংদী, ৪। হৃদয় মিয়া (২৪), পিতা- মৃত মিলন মিয়া, মাতা- হাজেরা বেগম, গ্রাম- সাহেপ্রতাব।
থানা- নরসিংদী সদর, জেলা- নরসিংদী, ৫। মোঃ মনির হোসেন (৩৪), পিতা- মৃত মানিক মিয়া গ্রাম- তরোয়া, থানা- নরসিংদী সদর, জেলা- নরসিংদী, ৬। দেলোয়ার হোসেন@ দেপু (৪০), পিতা- মোঃ আজগর আলী গ্রাম- বানিয়াছল, থানা- নরসিংদী সদর, জেলা-নরসিংদী ও ৭। মোঃ অন্তর হাসান (২০), পিতা- মোঃ হারুন মিয়া, গ্রাম- সাটিরপাড়া, থানা- নরসিংদী সদর, জেলা-নরসিংদী।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।