চেয়ারম্যান কাপ ফুটবলের ৫ম আসরের বিজয়ী হোসাইন একাদশ

আগের সংবাদ

রায়পুরায় ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

পরের সংবাদ

দুর্গাপূজা উপলক্ষে ঘোড়াশাল ৩নং ওয়ার্ডে শাড়ি ও লুঙ্গি বিতরণ

ইসরাত জাহান পূর্ণিমা, চরসিন্দুর

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২০ , ৫:০৪ অপরাহ্ণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নরসিংদী-২ মাননীয় সাংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সুবিধাবঞ্চিত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পূজা উপহার হিসেবে ৩০০জনের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর)  সন্ধ্যায় ঘোড়াশাল পৌর এলাকার ৩নং ওয়ার্ডে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী – ২ এর নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
সৈয়দ জাবেদ হোসেন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ,পলাশ, নরসিংদী।আরও উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব শরীফুল হক শরিফ, মেয়র ঘোড়াশাল পৌরসভা, জনাব এস এম শফি, সাধারণ সম্পাদক ঘোড়াশাল পৌরসভা আওয়ামীলীগ, ১,২ও ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর।

আয়োজনে ছিলেন মোঃ জুলহাশ মিয়া, কাউন্সিল, ঘোড়াশাল পৌরসভা ৩নং ওয়ার্ড।

অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব জাবেদ হোসেন সনাতন ধর্মাবলম্বীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তার বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সুবিধা বঞ্চিতরা যেন পূজা সুষ্ঠু ভাবে উদযাপন করতে পারে তার জন্য তাদের কাপড় বিতরণ করা হয়। এবং তিনি আরও বলেন, হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই সুন্দর ভাবে দুর্গাপূজা উদযাপন করব ।

মাননীয় এমপি মহোদয় ব্যক্তিগত কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নাই। তাঁর পক্ষ থেকে জনাব সৈয়দ জাবেদ হোসেন শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে, নিজ হাতে শাড়ি ও লুঙ্গি বিতরনের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করেন।

নকি