নরসিংদীর অন্যতম ইংলিশ মিডিয়াম স্কুল আব্দুল কাদির মোল্লা ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষক নেওয়া হচ্ছে। পদার্থ, রসায়ন, গণিত ও জীববিজ্ঞানের জন্য আলাদা করে শিক্ষক নিবে জেলার অন্যতম সেরা এ স্কুলটি। ও লেভেলের জন্য পাঠদানে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে আবেদন চাওয়া হয়েছে। বেতন-ভাতা, বোনাস, আবাসনসহ পাশাপাশি শিক্ষকদের সন্তানদের জন্য ৫০% স্কলারশীপের সুযোগ রয়েছে।
স্কুলটিতে শিক্ষকদের জন্য বেশকিছু সুযোগ-সুবিধা দেয়া হয়। দেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ এবয় ফলাফলে শফলতার মাধ্যমে স্কুলটি ইতোমধ্যে অভিভাবকদের পছন্দের
প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাই স্মার্ট ক্যারিয়ার হিসেবে এখনই আবেদন করতে পারেন career@akmis.net এই ঠিকানায়। প্রয়োজনে যোগাযোগ করতে পারেন স্কুলের ওয়েবসাইটে।