নরসিংদীর শিবপুর পুকুরে ডুবে সাইফ হাসান (১৪) নামে এক পুলিশ কর্মকর্তার ছেলের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত সাইফ হাসান শিবপুর মডেল থানার উপ পরিদর্শক আলমগীর হোসেনের ছেলে। সে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, শনিবার দুপুর ১২টার দিকে বন্ধুদের সঙ্গে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে যায় সাইফ। দীর্ঘ সময় পরও বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন তার বন্ধুদের বাসায় খোঁজ করেও সাইফের সন্ধান পাননি। বিকালে উপজেলা পরিষদের পুকুরে খোঁজ করতে গিয়ে জুতা ভাসতে দেখা যায়। খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের লোকজন এসে বিকাল সাড়ে তিনটার দিকে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।