নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নারীকে বর্বরোচিত কায়দায় নির্যাতন এবং সাম্প্রতিক বিভিন্ন গনধর্ষন, নারী নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে পলাশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।
আজ সকাল ১১:০০ঘটিকায় পলাশের ওয়াপদা গেট এলাকার সর্বস্তরের জনগণ এ বিক্ষোভ মিছিল করেন। এ মিছিলে কেন্দ্রীয় ছাত্রনেতা ও মানবাধিকার কর্মী জিয়াউর রহমান জয়, আল- আমিন, আওলাদ শেখর,নুরুল ইসলাম খোকা,শাহানাজ আক্তার, শ্যামল,আশরাফুল আলম ও ওমর ফারুক ধর্ষণের প্রতিবাদে বক্তব্য রাখে। এ সময়ে এলাকার স্থানীয় জনগণ সমবেত হয়ে মানববন্ধন ও র্যালি করে।
সারাদেশে ধর্ষণের মাএা দিন দিন বেড়েই চলছে। তারা ধর্ষকদের শাস্তির দাবির লক্ষ্যে পলাশ শিল্পাঞ্চল কলেজ রোড ওয়াপদা গেট বিক্ষোপ মিছিল এর তীব্র প্রতিবাদ জানায়।