ঘোড়াশাল পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডে লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। প্রতিদিন সকাল বিকাল আর রাতে লোডশেডিং লেগেই থাকছে। এই গরমের সময় বিদ্যুৎ ছাড়া বিপর্যস্ত জীবনযাপন করে অত্রাঞ্চলের কয়েক হাজার মানুষ।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, দিনের সময় বিদ্যুৎ না থাকলেও বেশি একটা সমস্যা হয় না।
কিন্তু রাতে বিদ্যুৎ চলে গেলে গরমে অসহ্য লাগে, বাচ্চারা পড়াশোনা করতে পারে না। বিদ্যুৎ না থাকায় রাস্তাঘাট অন্ধকারে থাকে। এতে করে নানা ভোগান্তিতে পড়তে হয়। চুরি ও ছিনতাই হওয়ার ভয় থাকে।
এ বিষয়ে জানতে ঘোড়াশাল পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ নাম্বারে ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়
দ্রুত এ সমস্যার সমাধান চায় পৌরবাসী।