নারী ও শিশু সমাজকে বাঁচানোর লক্ষ্যে প্রতিনিয়ত খবরের কাগজে ওঠে আসা কিংবা আড়ালে থেকে যাওয়া নারীদের ওপর নির্যাতন, ধর্ষন ও শ্লীলতাহানির প্রতিবাদে নরসিংদীতে এক ধর্ষনবিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯ টায় নরসিংদী পৌরসভা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী জেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। আমরা তরুনজোট নামক সংগঠনের ব্যানারে এই মানববন্ধনে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে নোয়াখালীসহ সারাদেশে ধর্ষন, নারী ও শিশু নির্যাতনের সর্বোচ্চ বিচার দাবি করা হয়। এসময় we want justice, এবার তোরা মানুষ হ, ধর্ষনের বিচার চাই, বিবেক তোমার ঘোমটা খোল এমন স্লোগান ও প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানায় তারা । সবশেষে জেলা প্রশাসন বরাবর “ধর্ষন মামলার রায় ছয় মাসের মধ্যে কার্যকর, নির্জন রাস্তায় সিসিটিভি স্থাপন সহ ৬ দফা বিশিষ্ট একটি স্মারকলিপি প্রদান করে মানববন্ধকারীরা।