সারাদেশের ন্যায় নরসিংদীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে শহরের ভেলানগর এলাকার মুসলেহ উদ্দিন মাস্টারের বাড়িতে শিশুদের ভিটামিন এ প্লাস ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে এর উদ্বোধন করেন সিভিল সার্জন ডা: মো: নুরুল ইসলাম ।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আগামী ৪ থেকে ১৭ অক্টোবর স্বাস্থ্যবিধি মেনে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। নরসিংদীতে ১৮২০টি ইপিআই কেন্দ্রে মোট ৩ লাখ ৫৮হাজার ১৭২জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৭হাজার ২৩৬ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩ লক্ষ ২০ হাজার ৯৩৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: আবু কাউছার সুমন, জেলা স্বাচিপ সাধারণ সম্পাদক ডা: সাজেদুল হক অপু, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস ও সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজসহ অন্যান্যরা।