নরসিংদী জেলার পলাশ উপজেলার ১৪ টি প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকালে পলাশ উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়াম এর সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলার ১৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে বেঞ্চ তুলে দেন নরসিংদী ২ এর মাননীয় সাংসদ এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন এর সভাপতিত্বে উক্ত বেঞ্চ বিতরন কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।