তরুণ মানেই সৃষ্টিকর্তার ধারক,তারুণ্য শক্তি বদলে দেওয়ার হাতিয়ার। উদ্যমী ও সৃষ্টিশীল তরুণদের সাথে নরসিংদী জেলার সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে যোগসূত্র স্থাপনের জন্য সেমিনার আয়োজন করেন জেলা প্রশাসন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি নরসিংদীর সেমিনার কক্ষে ২৬ সেপ্টেম্বর সেমিনার টি অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
তারুণ্যের শক্তি বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন রায়পুরা উপজেলার নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ঢাকা, মোঃ মোস্তাফিজুর রহমান।
নরসিংদী জেলার সুশীল সমাজের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তা তরুণদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। দেশ ও জাতির কল্যাণে তরুণদের করণীয় সম্পর্কে বিশেষ তাগিদ দেন ।