নরসিংদীর পলাশে হতদরিদ্র শারীরিক প্রতিবন্ধী রবিউল ইসলামকে
ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কালিরবাজারে দুবাই প্রবাসী হারুনুর রশিদ নিজের অর্থায়নে টিন শেড ঘর নির্মাণ করে দেন।
বৃহস্পতিবার বিকেলে নতুন ঘরটি হস্তান্তর করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণসম্পাদক ওবায়দুল কবির মৃধা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় অতিথিরা বলেন দরিদ্র পরিবারটিকে ঘর নির্মাণ করে দেয়ায় তাদের অনেক বড় উপকার হয়েছে। এইভাবেই যেন হারুন দরিদ্রদের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দরিদ্রের সাচ্ছন্দে থাকার সুযোগ করে দেয়।