অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নরসিংদীর পলাশ উপজেলায় চরসিন্দুর বাজার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ। আজ (২৩ সেপ্টেম্বর) চরসিন্দুর বাজারে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
এ সমেয় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, এলজিইডির নরসিংদী নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ আবু জাকির সেকান্দার, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।।