ঘোড়াশালে রাস্তার বেহাল অবস্থায় ভোগান্তিতে মানুষ

আগের সংবাদ

রায়পুরায় বিশেষ অভিযানে ৫০০ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পরের সংবাদ

বালিয়া-নরসিংদী রাস্তায় সুগার মিলের ট্রাকের জট

মিরর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২০ , ৭:২৯ অপরাহ্ণ

বালিয়া টু নরসিংদী রাস্তায়,বালিয়া মোড় থেকে চেয়ারম্যান বাড়ি পর্যন্ত প্রতিদিন সুগার মিল এর ট্রাক গুলো রাস্তার বাম পাশে রাখা হয়। এতে করে প্রতিনিয়ত রাস্তার জ্যামের সৃষ্টি হচ্ছে, সাধারন মানুষের চলাফেরায় বিরাট সমস্যা হচ্ছে।  রাস্তাটুকু ভাঙ্গা থাকায় যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে।
তাই ভুক্তভোগীরা এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন। এসব স্থানে বৃষ্টির পানি জমে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে নরসিংদী সাথে যোগাযোগকারী গুরুত্বপূর্ণ এ সড়কটিতে যানচলাচলে বিঘ্ন সৃষ্টির পাশাপশি পথচারীদের চরম দূভোর্গ পোহাতে হচ্ছে। তাছাড়া বেশ কয়েকটি স্থানে বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল বেশ কঠিন হয়ে পরছে। যেন দেখার কেউ নেই।
উল্লেখ্য, বালিয়া থেকে নরসিংদী সড়কে প্রতিদিন শতশত বাস, ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন বিপদজনকভাবে চলাচল করছে। তাই পথচারীসহ সংশ্লিষ্টরা এ গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংষ্কারে কতৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।এ অবস্থা থেকে বাঁচতে হলে সরকারের পাশাপাশি জনতাকে ও এগিয়ে আসতে হবে।
নকি