যৌথ কাব্যগ্রন্থ “রক্তে বিজয়” কবিতার বই এর মোড়ক উন্মোচন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধদের নিয়ে ‘বৈষম্যের বিরুদ্ধে তারা, বৈষম্য রুখবো সবখানে, রক্তাক্ত বিজয়, তারুণ্যের বাংলাদেশ, বিজয়ের আলোয় বাংলাদেশ’ এমন অসাধারণ কবিতা রয়েছে বইটিতে।
বইটি একুশে বইমেলায় ছায়া প্রকাশনার ৭৫১-৭৫২ নং স্টলে পাওয়া যাবে।