ঈদের খুশি
মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া
রোযা রেখে চাঁদ দেখে
খুশিতে মনে স্বপ্ন আঁকে,
পিঠা, পায়েস, সেমাই খেয়ে
ঈদগাহে যাব ছোটদের নিয়ে।
ঈদের খুশি সবার মাঝে
সাজিয়ে দিব সকাল সাজে,
নামাজ পড়ে কোলাকুলি করে
দোয়া করবো মন ভরে।
নতুন কাপড় গায়ে দিয়ে
সালাম করবো এগিয়ে যেয়ে,
ঈদের খুশি করবো ভাগাভাগি
দুঃখে যেন না ভিজে আঁখি।
পাশের বাড়ির খবর নিব
নিজের খাবার বিলিয়ে দিব,
ঈদুল ফিতরের মহত্ত্বের শিক্ষা
মানব কল্যাণে দেয় দীক্ষা।