ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের প্রতিষ্ঠিত বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ নরসিংদী জেলা শাখার সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
আজ ১৬ অক্টোবর নরসিংদী শহরের সিটি পার্কে সভা করেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা যুব অধিকার পরিষদের সংগঠক আওলাদ হোসেন জনি।
সভায় জনি ভূইয়া কে প্রধান সময়ন্বক ও খলিলুর রহমান শিমুল কে সমন্বয়ক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সভায় বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আরমান হোসাইন বক্তব্য দেন। তিনি বলেন,আমরা শ্রমিক, দেশ বিনির্মানের সবচেয়ে বড় অবদান আমাদের। আমাদের অর্জিত ঘামের অর্থে সরকারী কর্মকর্তাদের বেতন -ভাতা হয়।অথচ আমরা শ্রমিকরাই চরমভাবে নিগ্রহের শিকার।
এ সভায় নরসিংদী জেলা ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]