‘রায়পুরা ম্যারাথনে’ অংশ নিবেন দেশ-বিদেশের ৭০০ দৌড়বিদ 

আগের সংবাদ

দেশ-বিদেশের ৭০০ দৌড়বিদের অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন অনুষ্ঠিত

পরের সংবাদ

সিপাহি জনতার মৈত্রী

মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪ , ৫:০১ অপরাহ্ণ

সিপাহি জনতার মৈত্রী

৭ই নভেম্বর – বিপ্লবের জয়গান
সিপাহি-জনতার মিছিল, আগুনে স্লোগান।
নতুন সূর্যে দিনের আলো,
বিপ্লবের ডাক শুনে দাঁড়ায় সবাই এক সাথে,
সংহতির মশাল জ্বলে গগনে, আজ কোনো ভয় নেই প্রভাতে।

পতাকা উঁচুতে তুলে,
স্বাধীনতার চেতনা আবার জাগে বুকের ভেতরে,
সিপাহি-জনতার মৈত্রী, শক্তির উচ্ছ্বাস,
দমন হতে চায়নি আর কোনো অন্যায় প্রবাহ।

৭ই নভেম্বর, সেই দিন এসেছে ফিরে,
জাতির স্বপ্নে লেখা নতুন অধ্যায়ের পৃষ্ঠে,
দেশ গঠনের সংগ্রামের শপথ নেয়া হয়েছিল যে,
সেই দিনের জ্বলন্ত প্রতিজ্ঞা আজও অমর।

মাটির বুকে রাখা সবার সম্মিলিত হাত,
সিপাহি-জনতার মিলনের পথে
তাদের রচিত হয়েছে সংগ্রামের জয়গান,
বিপ্লবের ধারায় ফুটেছে শান্তির বাণী।

এই দিন, জনতার ঐক্য ও সাহসের চিহ্ন,
৭ই নভেম্বরের বিপ্লব, রবে চিরস্মরণীয়।