করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে যাওয়া শিল্পীদের পাশে দাড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা পাঁপড়ি। সংস্থাটির পক্ষ থেকে বাঁধনহারা থিয়েটার স্কুলের অসচ্ছল শিল্পীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বুধবার (১৩ মে) এ কার্যক্রমের তত্বাবধানে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব ইমরুল কায়েস।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ি জেলার সকল ত্রাণ কর্মসূচী সমন্বয় করে থাকে জেলা প্রশাসন।